দেশজুড়ে

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করলো বিএসএফ

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করলো বিএসএফ

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

সোমবার (২ জুন) দিনগত রাত ৩টার দিকে তাদের পুশ ইন করা হয়।

এরমধ্যে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করা হয়েছে।

ময়মনসিংহ-৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক মো. ইজ্জত আলী জাগো নিউজকে বলেন, রাত ৩টার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশ ইন করে বিএসএফ। এসময় বিজিবির নজরে এলে তাদেরকে হেফাজতে নেয়। তাদের হালুয়াঘাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Advertisement

ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশ ইন করা হয়। পরে মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের খুলনার এক পরিবারের ৮ জন ও নড়াইলের এক পরিবারের ৪ জন রয়েছে।

জানা যায়, ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করতেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করে অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া বিওপি এলাকায় দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান জানান, আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

Advertisement