ময়মনসিংহের ভালুকায় মাছের খামারে ডুবে আয়েশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
আয়েশা আক্তার একই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দুপুরে বাড়িতে খেলেছিল আয়েশা আক্তার। স্বজনদের অজান্তে পাশের মাছের খামারের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজন স্বজন খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। এমতাবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম
Advertisement