স্বাস্থ্য

টিকাদান কর্মসূচিতে বাজেট হাজার কোটি টাকা

টিকাদান কর্মসূচিতে বাজেট হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৫০১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

Advertisement

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে তিনি টিকাদান কর্মসূচির জন্য এ বরাদ্দ রাখার প্রস্তাব করেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সব নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের শূন্যপদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে। প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

এসইউজে/এমএএইচ/এএসএম

Advertisement