বিনোদন

আর হয়তো দেখা যাবে না থরকে

আর হয়তো দেখা যাবে না থরকে

ক্রিস হেমসওয়ার্থ দুনিয়াজোড়া বিখ্যাত হয়েছেন সুপারহিরো ‘থর’ চরিত্র দিয়ে। আরও একবার চরিত্রটি ফিরে আসবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে, চলছে সেই অপেক্ষা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন তিনি একটি ভিডিও। এর শিরোনাম ‘থ্যাঙ্ক ইউ! দ্য লিগ্যাসি অব থর’। ভিডিওটিতে তার থর চরিত্রে যাত্রার শুরু, অডিশনের পুরোনো ক্লিপ, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর দৃশ্যসহ একটি দীর্ঘ আবেগঘন সংকলন তুলে ধরা হয়েছে।

Advertisement

প্রথম দর্শনে বিদায়বেলার ভিডিওর মতো মনে হলেও এটি আসলে ২০২২ সালে ডিজনি প্লাসের ইউটিউব চ্যানেলে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। কিন্তু এবার হেমসওয়ার্থ নিজে যখন এটি শেয়ার করলেন, তখন তার দেওয়া আবেগঘরা ক্যাপশন এবং ইনস্টাগ্রাম স্টোরি থেকেই জন্ম নিয়েছে জল্পনা।

তিনি লিখেছেন, ‘থর চরিত্রে অভিনয় করা আমার জীবনের অন্যতম বড় সম্মান। গত ১৫ বছর ধরে মিওলনির এবং তারপর স্টর্মব্রেকার ধরে আমি বজ্রের দেবতা ছিলাম। তবে এই যাত্রাকে সত্যিকারের বিশেষ করে তুলেছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারা।’

‘আপনাদের ভালোবাসা, উল্লাস এবং এই চরিত্রের প্রতি আবেগ আমাকে সব দিয়েছে। ধন্যবাদ আমাকে এমসিইউ যাত্রায় অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য। পরবর্তী গন্তব্য- ডুমসডে!’- যোগ করেন তিনি।

Advertisement

এই লেখার পরই ভক্তদের সন্দেহ আরও গাঢ় হয়। এক রেডডিট ব্যবহারকারী লেখেন, ‘ডুমসডের স্ক্রিপ্ট পড়ে বুঝে গেছে, ডুমের হাতে মরছে ও!’

অন্য একজন বলেন, ‘এটা পড়েই মনে হচ্ছে ‘ডুমসডে’ শেষ থর হিসেবে হেমসওয়ার্থের শেষ অভিনয় হতে যাচ্ছে…’ আরেকজন সরাসরি লিখেছেন, ‘ও মরবে।’

টুইটারেও চলছে জোর আলোচনা। একজন মন্তব্য করেছেন, ‘সবাইকে বিদায় জানাচ্ছে মনে হচ্ছে।’ অন্য একজন মেম দিয়ে লেখেন, “মনে হচ্ছে তুমি এবার মরতে চলেছো!’

তবে ক্রিস হেমসওয়ার্থ বা সংশ্লিষ্ট কেউই বিষয়টি নিয়ে কিছু স্পষ্ট করেননি।

Advertisement

২০১১ সালে ক্রিস হেমসওয়ার্থ প্রথমবার থরের ভূমিকায় আসেন ‘থর’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘অ্যাভেঞ্জার্স’, ‘রাগ্নারক’, ‘ইনফিনিটি ওয়ার’, ‘এন্ডগেম’সহ একাধিক সিনেমায় দাপটের সঙ্গে চরিত্রটি বহন করে চলেছেন।

আর বর্তমানে অপেক্ষা চলছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে তাকে দেখা যাবে বলে। এই সিনেমাটি হতে যাচ্ছে মার্ভেল ইউনিভার্সের আগামী বড় মাপের কিস্তি। এখন প্রশ্ন- এই সিনেমায় থর কি আসলেই মারা যাবেন? নাকি এটা শুধুই জল্পনা? সঠিক উত্তর পেতে অপেক্ষা করতে হবে ডুমসডে মুক্তি পাওয়া পর্যন্ত।

এলআইএ/জিকেএস