অবশেষে হলো সব জল্পনা-কল্পনার অবসান। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ চলতি মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদে চাকরি ছাড়বেন, ব্রাজিল দলে যোগ দেবেন ২৬ মে।
Advertisement
এই চুক্তির মাধ্যমে ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।
রিয়াল কোচ হিসেবে দুই মেয়াদে আনচেলত্তি ১৫টি ট্রফি জিতেছেন এবং গত মৌসুমে লস ব্লাঙ্কোসকে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগায় দুটি শিরোপা জিতিয়েছেন। ক্লাবের অন্যতম সফল কোচ হিসেবেই সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায় শেষ করতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি।
রিয়াল ছাড়ছেন, সেটি একপ্রকার নিশ্চিতই ছিল। রোববার এল ক্লাসিকোতে পরাজয়ের পর রিয়াল থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লা লিগায় বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল এবং তিনটি খেলা বাকি রয়েছে।
Advertisement
বার্সেলোনার কাছে নাকাল হওয়াই শুধু নয়। এই ফলাফল প্রায় নিশ্চিত করেছে যে চার বছরের মধ্যে প্রথমবারের মতো রিয়াল কোনও ট্রফি ছাড়াই মৌসুম শেষ করবে।
তবে রিয়ালে সূর্যাস্ত দেখে ফেললেও আনচেলত্তিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে তারা আনচেলত্তিকে খেলাটির একজন কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছে।
রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষ সমঝোতা করে সেই চুক্তি থেকে বের হয়ে এসেছে।
সূত্র: বিবিসি
Advertisement
এমএমআর/এমএস