বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে কি না, জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
Advertisement
শনিবার (১০ মে) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে বিএনপির এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সবাই চায়। জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। এ বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত ও রহস্যজনকও বটে।
তিনি বলেন, ব্যাপক হত্যা, গুম, দমন, নিপীড়ন, ভোটাধিকারসহ জন অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ছাত্র গণঅভুত্থানে হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। তারা গণশত্রুতে পরিণত হয়েছে। গণশত্রু ও গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে।
Advertisement
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীর মাঝে কোনো অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপার থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি করার অধিকার নাই।
তিনি আরও বলেন, বছরের পর বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী দমন নিপীড়নের শিকার বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবি মৌখিক ও লিখিতভাবে জানিয়েছে। এজন্য আইন সংশোধনের কথাও বিএনপি বলেছে। কিন্তু আইনে মানবতা বিরোধী কাজের জন্য রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের বিধান প্রস্তাব থাকলেও উপদেষ্টা পরিষদ কেন সেই বিধান বাদ দিয়েছে, জনগণ তা জানতে চায়।
প্রিন্স বলেন, আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে যারা আন্দোলন করছেন, সেই এনসিপির আহ্বায়ক (নাহিদ ইসলাম) তখন উপদেষ্টা পরিষদে ছিলেন। ছাত্র প্রতিনিধিরা এখনও উপদেষ্টা পরিষদে আছেন। তারা এর দায় এড়াতে পারে না।
তিনি বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত। শাহবাগে যারা আন্দোলন করছে, সরকারের নিয়ন্ত্রণও দৃশ্যত তাদের হাতে। এর জবাব তাদেরকেই দিতে হবে।
Advertisement
তিনি পাড়া মহল্লায় ও অলিতে-গলিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না। প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। সব চক্রান্ত ব্যর্থ করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
হলুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে শহীদ মিনারে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এমরান সালেহ প্রিন্স।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এএসএম