সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।
Advertisement
শুক্রবার (৯ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে এ নিন্দা জানান।
আরও পড়ুন সংবাদপত্র শিল্পে নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে: তথ্য উপদেষ্টা ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকারএর আগে গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে ও তপন বিশ্বাসসহ কয়েকজনকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
এছাড়া সাংবাদিকদের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। অবিলম্বে সাংবাদিকদের চাকরি পুনর্বহালের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।
Advertisement
এনএইচ/কেএসআর/জিকেএস