গণমাধ্যম

জনকণ্ঠ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউয়ের নিন্দা

জনকণ্ঠ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউয়ের নিন্দা

সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

Advertisement

শুক্রবার (৯ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে এ নিন্দা জানান।

আরও পড়ুন সংবাদপত্র শিল্পে নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে: তথ্য উপদেষ্টা  ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকার 

এর আগে গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে ও তপন বিশ্বাসসহ কয়েকজনকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

এছাড়া সাংবাদিকদের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। অবিলম্বে সাংবাদিকদের চাকরি পুনর্বহালের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।

Advertisement

এনএইচ/কেএসআর/জিকেএস