তানজিদ শুভ্র
Advertisement
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার একাংশ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো উৎসবমুখর আনন্দভ্রমণ। গত ১৮ এপ্রিল তরুণ লেখকেরা ভ্রমণ করেন চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সমুদ্রসৈকত—যেখানে লেখালেখির বাইরেও তারা ভাগাভাগি করেন হাসি, অনুভব আর একান্ত কিছু মুহূর্ত।
দশটিরও বেশি জেলা থেকে মিলিত সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে এক ব্যতিক্রমী মিলনমেলা। পাহাড় ট্র্যাকিং, সমুদ্রপাড়ে বৃষ্টিতে ভেজা, খেলাধুলা, গান-কবিতা ও মতবিনিময়ের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানে অংশ নেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ, বর্তমান উপদেষ্টা লাইজু আক্তার ও জাবেদুর রহমান। সবাই দিনভর সৃজনশীলতা ও বন্ধুত্বের বন্ধনে ছিলেন একত্রিত।
শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ বলেন, ‘আজ আমাদের জন্য যেন ঈদের দিন। এ আয়োজন নিঃসন্দেহে একটি ইতিহাস হয়ে থাকবে। এত বছর যাদের শুধু ভার্চুয়াল জগতে দেখেছি; আজ তাদের সঙ্গে সরাসরি দেখা হলো, গল্প হলো। প্রতিদিন অনলাইনে যাদের সঙ্গে ভাবনা বিনিময় হয়। আজ একসঙ্গে হাঁটলাম, হাসলাম—মুহূর্তগুলো আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।’
Advertisement
উপদেষ্টা জাবেদুর রহমান বলেন, ‘এ আয়োজন ছিল এক টুকরো স্বপ্নের মতো। সবুজ প্রকৃতির মাঝে চেনা মুখগুলো যেন এক নতুন গল্পের জন্ম দিলো। দিনটিতে আমরা শুধু লেখক ছিলাম না, ছিলাম বন্ধু-সহযাত্রী। লেখার পথে আমাদের অদম্য যাত্রা যেমন অব্যাহত; তেমনই একত্রে কাটানো এমন মুহূর্তগুলো আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।’
উপদেষ্টা লাইজু আক্তার অংশগ্রহণকারীদের অভূতপূর্ব সাড়া দেখে ধন্যবাদ জানান। পরে এমন মিলনমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি আনন্দভ্রমণে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ আয়োজন শুধু ভ্রমণ নয়, লেখকদের পারস্পরিক সম্পর্ক ও চিন্তাশীলতার গভীরতা বাড়ানোর একটি প্রয়াস।’
আনন্দভ্রমণের এ মিলনমেলায় পূর্বে অনুষ্ঠিত একাধিক প্রতিযোগিতার প্রশংসাপত্র ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ফিরতি যাত্রায় আয়োজিত কুইজে বিজয়ীদেরও পুরস্কার দেওয়া হয়।
এসইউ/জেআইএম
Advertisement