চারটি নতুন কোচ সংযুক্তিসহ আগস্ট থেকে শাটল ট্রেনের গতি বাড়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। মঙ্গলবার (২২ জুলাই) প্রক্টর অফিসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
Advertisement
লিখিত বক্তব্যে প্রক্টর জানান, শিক্ষার্থীদের যাবতীয় দাবি নিয়ে চলতি বছরের ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সেই প্রেক্ষিতে সোমবার রেলওয়ে পূর্বাঞ্চল ও রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীদের ভোগান্তি বিষয়ক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনেক বগিতে ফ্লোরে গর্ত, ভাঙা জানালা, নষ্ট দরজা এমন চারটি কোচ পরিবর্তন করা হয়েছে। আলোচনা সভার পরপর রেলওয়ে কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ কোচগুলো পরিবর্তন করে। ট্রেন সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে এটি সময়সাপেক্ষ বিষয়। কোচের অভাব পূরণে নতুন দুটি বগি বৃদ্ধি করা হবে, সেক্ষেত্রে প্লাটফর্মের নিচ থেকে শিক্ষার্থীদের ট্রেনে উঠা লাগতে পারে বিধায় প্লাটফর্ম বাড়াতে হবে। দ্রুততম সময়ে মধ্যে প্লাটফর্মের কাজ শুরু করা হবে।
ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, শিডিউল বিপর্যয় ও পূর্বনির্ধারিত সময় ব্যত্যয়ের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষে জানিয়েছে গতির ওপর রেস্ট্রিকশন ছিল বিধায় ট্রেনগুলো গতিতে চলতে পারেনি। এ সপ্তাহের শেষ নাগাদ গতির রেস্ট্রিকশন উঠিয়ে নেওয়া হবে। শিডিউল বিপর্যয় কমে আসবে। ১ আগস্ট থেকে গতির ওপর রেস্ট্রিকশন উঠে যাবে। তবে বিকেলের ট্রেনে বিপর্যয় থাকতে পারে কারণ সে সময় এ লাইনে কক্সবাজারগামী ননস্টপ ট্রেন চলাচল করে। ডেমো ট্রেন দেওয়ার ব্যাপারে তারা জানিয়েছেন আপাতত ডেমো ট্রেন দেওয়া সম্ভব না।
তিনি বলেন, কর্তৃপক্ষ নতুন আরেকটি লাইন দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে আলোচনায়। যান্ত্রিক ত্রুটিগুলো তারা এক সপ্তাহের মধ্যে সমাধান করবেন। ইলেকট্রনিক ওয়্যারিংয়ের দুর্বলতা জুলাই মাসের মধ্যে দূর করবে। তারা কথা দিয়েছে শাটলের নিরাপত্তায় উদ্যোগ বাড়াবেন সেক্ষেত্রে আমাদের কাছে তারা শিক্ষার্থীদের ছোট ছোট কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন। কর্তৃপক্ষ প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর আশ্বাস দিয়েছেন। ৬ মাসের মধ্যে এ কাজটি তারা সম্পন্ন করবেন। বিশ্ববিদ্যালয় রুটে দৈনিক ৯ জোড়া ট্রেন ১৮ বার চলাচল করে। ফলে আলাদা একটা রেললাইন নির্মাণের আশ্বাস দিয়েছেন তারা।
Advertisement
এসময় সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, রাতের বেলায় বটতলী স্টেশনে আমাদের শাটল অরক্ষিত অবস্থায় থাকে সে ব্যাপারে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় অন্যান্য জেলায় আমাদের শাটল ব্যবহার করে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা বলেছি ব্যবহারের যেন পুনরায় আমাদের ত্রুটিপূর্ণ কোনো বগি না দিয়ে আমাদের বগিগুলোই ফিরিয়ে দেওয়া হয়।
সোহেল রানা/আরএইচ/জিকেএস