আইন-আদালত

সোহাগ হত্যা: আরও দুইজন রিমান্ডে

সোহাগ হত্যা: আরও দুইজন রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় তদন্তে গ্রেফতার মো. পারভেজ ও মো. জহিরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার সকালে কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় গ্রেফতার ১১ আসামি হলেন- মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম।

Advertisement

তাদের মধ্যে ১৭ জুলাই লম্বা মনির, আলমগীর ও টিটন এবং ১৯ জুলাই আসামি সজীব ও ২০ জুলাই মহিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। রিমান্ড শেষে রাজিব কারাগারে আটক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের গেটের কাছে লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশ অস্ত্র মামলা দায়ের করে।

এমআইএন/এমআইএইচএস/এমএস

Advertisement