জাতীয়

সোমবার ড. ইউনূসের কাছে প্রতিবেদন দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন

সোমবার ড. ইউনূসের কাছে প্রতিবেদন দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

Advertisement

রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, সোমবার বেলা ১১টায় স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করবে।

আরও পড়ুন

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা রাজনীতিতে কি সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ?

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Advertisement

২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠিত হয়। এ কমিটিতে বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।

এমইউ/কেএসআর/এমএস