সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে আল আহলির কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে আল হিলাল। অন্যদিকে সৌদি প্রো লিগেও শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। সব মিলিয়ে এবারের মৌসুমটা পুরোপুরি শিরোপাশূন্য হয়েই কাটতে যাচ্ছে আল হিলালের।
Advertisement
যে কারলে লিগের এখনও ৫ ম্যাচ বাকি থাকা সত্ত্বেও আল হিলাল ছাড়া ঘোষণা দিয়েছেন দলটির পর্তুগিজ কোচ জর্জ হেসুস। ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য।
আগামী জুন এবং জুলাইয়ে অনুষ্ঠিতব্য ক্লাব শ্বিকাপেও অংশ নেয়ার কথা রয়েছে আল হিলালের। আল হিলাল তাদের টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্টে লিখেছে, ‘আমরা আল হিলাল ক্লাবের বোর্ড অব ডিডেক্টর্স পর্তুগিজ কোচ জর্জ হেসুসের সঙ্গে একমত পোষণ করেছি। আমাদের সঙ্গে তার যে চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল সেটা তিনি শেষ করে দিতে চেয়েছেন। আমরাও পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেনে নিয়েছি।’
‘একই সঙ্গে বোর্ড অব ডিরেক্টসর পরবর্তী কোচ হিসেবে বেছে নিয়েছে মোহাম্মদ আল শালহুবকে। যিনি আল হিলালের প্রথম (সিনিয়র দল) দলের কোচ হিসেবে কাজ করবেন।’
Advertisement
৭০ বছর বয়সী পর্তুগিজ কোচ জর্জ হেসুসের আবার ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে না পেলে জর্জ হেসুসকেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এখন জর্জ হেসুস কি ব্রাজিলেই যাওয়ার চিন্তা থেকে আল হিলালের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন? এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আইএইচএস/