লালমনিরহাট সদরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুর রহিম (৩০) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন।
Advertisement
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেন্দ্রনগর এলাকার নিজপাড়ার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০টার পর সেপটিক ট্যাংক সংস্কারের কাজ করতে শুরু করেন শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে ট্যাংকে নামেন মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামেন। এসময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠলেও মারুফ উঠতে পারেননি। ট্যাংকের মধ্যেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত মারুফের মরদেহ উদ্ধার করে।
Advertisement
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএন/এএসএম