জাতীয়

ঢাকার পৃথক ঘটনায় দুই মৃত্যু, মরদেহ ঢামেকের মর্গে

ঢাকার পৃথক ঘটনায় দুই মৃত্যু, মরদেহ ঢামেকের মর্গে

রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় জানা যায়নি।আমরা সিটি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অন্যদিকে ফকিরাপুল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন চালক। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম

Advertisement