দিনাজপুরের হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে পাঁচ মেট্রিক টন চাল ও ১০৪টি চালের খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের একটি মিল ঘরে (ধান ভাঙা) অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় অভিযানে নেতৃত্ব দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের পাশে মনশাপুর গ্রামের একটি ধান ভাঙার মিল ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু চাল মজুত আছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই মিল ঘর থেকে মালিকবিহীন অবস্থায় ১৮০ বস্তায় সাড়ে পাঁচ মেট্রিক টন চাল ও ১০৪টি চালের খালি বস্তা উদ্ধার করা হয়। পরে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়।
এ বিষয়ে আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল ইমরান বলেন, এখানে পরিষদের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। পরিষদের ভেতরে একটি করে চালের বস্তা সুবিধাভোগীরা গেট দিয়ে বাহির করে নিয়ে আসে। এরপরও এত চাল কীভাবে মিল ঘরে জমা আছে বিষয়টি আমার বোধগম্য নয়। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
Advertisement
হাকিমপুরের ইউএনও অমিত রায় বলেন, উপজেলার একটি ইউনিয়নে ধান ভাঙানোর ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু চাল মজুতের সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা মেলে। সেখানে থেকে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন চাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ডিলার কর্তৃক বিক্রয়ের পরে এতগুলো সরকারি চাল এখানে মজুত রাখা বেআইনি ও অপরাধ। তবে অভিযানের সময় চাল ও মিল মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলায় জড়িতদের নাম উল্লেখসহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মো.মাহাবুর রহমান/এমএন/জেআইএম
Advertisement