জাতীয়

বৃহস্পতিবার ফের নগর ভবনের সামনে অবস্থান নেবেন ইশরাকের অনুসারীরা

বৃহস্পতিবার ফের নগর ভবনের সামনে অবস্থান নেবেন ইশরাকের অনুসারীরা

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।

Advertisement

বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নগর ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাকের অনুসারীরা।

২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন ওই নির্বাচনে ভোট কারচুপি করে তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। এর মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দুদিন আগে গোপনে দেশ ছাড়েন শেখ ফজলে নূর তাপস। তখন করপোরেশনের সেবা চালিয়ে নিতে করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

পরে গত ২৭ মার্চ বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। আবার ইশরাক হোসেনকে শপথ পড়ানো হলে তিনি কতদিন দায়িত্ব পালন করবেন তা স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। তাই শপথ পড়ানো নিয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Advertisement

ইশরাক হোসেন কি ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হলেন?, শিরোনামে জাগো নিউজে ২৯ এপ্রিল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়।

গেজেটের এতদিন পরও শপথ না পড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাকের অনুসারীরা। সরেজমিনে দেখা যায়, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল নয়টা থেকে নগর ভবনের সামনের সড়কে লোকজন আসতে শুরু করেন। পরে তারা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেলা ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া পুরান ঢাকার গোপীবাগের বাসিন্দা আলমগীর কবির জাগো নিউজকে বলেন, তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

এ বিষয়ে জানতে ইশরাক হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

ইশরাকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এভাবে আন্দোলনের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজননে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন তিনি।

এমএমএ/এমএইচআর/জিকেএস