আন্তর্জাতিক

সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী

সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী

চলতি বছরের হজ সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। এরই মধ্যে দুই লাখ বিশ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। আগামী মাসের শুরুর দিকে শুরু হবে পবিত্র হজ।

Advertisement

বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর পরেই বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এ বছর ইন্দোনেশিয়া থেকে মোট দুই লাখ ২১ হাজার মানুষ হজে অংশ নেবেন।

জানা গেছে, হজযাত্রীদের গ্রহণ ও প্রবেশ প্রক্রিয়া সহজ করতে সৌদির সব বিমান, স্থল এবং সমুদ্রবন্দর পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত রয়েছে।

Advertisement

বেশিরভাগ হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, যেখানে অনেকেই মসজিদে নববীতে নামাজ পড়ার মাধ্যমে হজযাত্রা শুরু করেন।

গত বছর প্রায় ১৮ লাখ মুসলিম হজ পালন করেছিলেন।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

Advertisement