দেশজুড়ে

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিল। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে। মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা করছে।

Advertisement

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এএসএম