তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, চ্যাট হবে আরও সুরক্ষিত

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, চ্যাট হবে আরও সুরক্ষিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর সুরক্ষা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে এই প্ল্যাটফর্মটি।

Advertisement

প্রাইভেসি ফিচারে বড়সড় বদল আনলো হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট এখন আরও সুরক্ষিত। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই ভরসা হোয়াটসঅ্যাপে। ফলে চ্যাট গোপন রাখাটাও অত্যন্ত প্রয়োজনীয়। তাই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে বরাবর কাজ করে সংস্থা।

এবার ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার নিয়ে হাজির হল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। সংস্থার পক্ষ থেকে এই ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই ফিচার-

>> প্রথমে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করুন। >> সেটিংসে পেয়ে যাবেন ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশন। >> সেটি অন করলেই গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।

Advertisement

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম