গেল রোজা ঈদে দেশ মাতিয়েছে ‘জংলি’ সিনেমা। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দেশ মাতিয়ে এবার বিদেশের দর্শকের সামনে আসতে চলেছে সিনেমা। আজ ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৪০টি শহরের বিভিন্ন থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
Advertisement
পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।
বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।
জানা গেছে, প্রথম সপ্তাহে ‘জংলি’ চলবে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য - কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর। যুক্তরাষ্ট্রে চলবে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, ডালাস, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, বাফেলো, ডেট্রয়েট, ক্যানসাস সিটিতে। আর যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের থিয়েটারে দেখা যাবে ‘জংলি’।
Advertisement
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শিশু শিল্পী নৈঋতা, জনপ্রিয় নায়িকা বুবলী ও একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম।
এলআইএ/এমএস