দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ জন।
Advertisement
এ নিয়ে চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন সাতজন।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, ডেঙ্গু মোকাবিলায় স্পেশাল টিম করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনাবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা মহানগরে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
Advertisement
এসময়ে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে।
এসইউজে/এমকেআর/জিকেএস