জাতীয়

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৬

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৬

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (দক্ষিণ) যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

আরও পড়ুনমিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড 

তিনি জানান, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

এ ঘটনার তদন্ত করে ডিবি। তদন্তের এক পর্যায়ে এ ছিনতাইয়ে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

টিটি/কেএসআর

Advertisement