জাতীয়

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত, চালকের কারাদণ্ড

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত, চালকের কারাদণ্ড

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার কবলে পড়েন দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল শিশির কুমার বালা। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ওই অটোরিকশার চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। এরপর সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অনান্য পুলিশ সদস্যদের সঙ্গে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা এক অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে কনস্টেবল শিশিরকে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে কনস্টেবল শিশির গুরুতর আহত হন।

আরও পড়ুনমিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৬ দখলে বেহাল ছাউনি, যাত্রীদের দুর্ভোগ 

আহত কনস্টেবলকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেককে (৫২) আটক করা হয়। পরে তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

পরবর্তী সময়ে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটক আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বেপরোয়া আচরণ পরিহার করে আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

টিটি/কেআর/কেএসআর

Advertisement