দেশজুড়ে

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মমিন হোসেন (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সকালে সংবাদ পেলে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মো. মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

শনিবার (১৪ জুন) রাতে জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ভালোভাবে চলছিল তাদের পরিবার। ঘটনার দিন রাতে তারা এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।

Advertisement

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, সংবাদ পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মরদেহ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হব।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস