দেশজুড়ে

যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সমাজের সব শ্রেণিপেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে, এটা স্বাভাবিক। তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্র বা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সব কিছুতেই বাধাগ্রস্ত হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোনো মূলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

Advertisement

বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিস্টদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে। বিষয়টি অনেকটাই ডায়াবেটিকসের মতো।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তানভীর হাসান তানু/জেডএইচ/জিকেএস

Advertisement