দেশজুড়ে

‘বিএনপির নামে চাঁদাবাজি করলেই ব্যবস্থা’

‘বিএনপির নামে চাঁদাবাজি করলেই ব্যবস্থা’

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলেই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।

Advertisement

শনিবার (১২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে এ সভা হয়।

সভায় আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ছাড়াও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Advertisement

ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলমের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এমএন/এমএস