জাতীয়

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

Advertisement

আজ (বুধবার) দোহায় কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকের আগে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

কাতারের রাজধানী দোহাতে আর্থনা সামিটে যোগ দিতে চারদিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে কাতারে রওয়ানা হন। কাতার পৌঁছানোর পরদিন (মঙ্গলবার) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।

মূল সম্মেলনের সাইডলাইনে তিনি সরকারি, বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ (২৩ এপ্রিল) তিনি রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।

Advertisement

এমইউ/এমএইচআর/এমএস