শিক্ষা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পর্যাপ্ত বেতন-ভাতা পান না

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পর্যাপ্ত বেতন-ভাতা পান না

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা পর্যাপ্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পান না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

Advertisement

তিনি বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলস কাজ করে যাচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা দরকার।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা; বিশেষত শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পরামর্শ দেন।

Advertisement

সিদ্দিক জোবায়ের বলেন, দেশে পাবলিক, প্রাইভেটসহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা না গেলে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী এ দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ আরও উন্নত করতে হবে। এটি নিশ্চিত করা গেলে বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

কর্মশালায় শিক্ষাবিদ ও গবেষকরা উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অ্যাকাডেমিক সেশন চালু রাখা, বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আমন্ত্রণ জানানো, শিক্ষা মন্ত্রণালয়ে আঞ্চলিক উচ্চশিক্ষার জন্য ডেস্ক চালু করা, বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অফিস খোলা, শিক্ষার্থী বিনিময়, ক্রেডিট ট্রান্সফার, যৌথ ডিগ্রি, এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, ফেলোশিপের সুযোগ রাখা, সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য সার্ক বৃত্তি প্রোগ্রাম পুনরায় চালুসহ বিভিন্ন সুপারিশ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর।

Advertisement

এএএইচ/এমকেআর/এমএস