মার্কিন গায়ক জাস্টিন বিবার ফের আলোচনায় উঠে এলেন। কোচেল্লা উৎসবে তার ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলো দেখে ভক্তদের অনেকে তার শারীরিক ও মানসিক অবস্থার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
Advertisement
সম্প্রতি বিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট দিয়েছিলেন, যা তার ও স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়। তার ওপর কোচেল্লায় তাকে ঘনঘন ধূমপান করতে দেখে অনেকেই ভাবছেন বিচ্ছেদের প্রভাব। জাস্টিনকে দেখতেও অনেক দুর্বল দেখাচ্ছে।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘হলিউড এই ছেলেটার (জাস্টিন বিবার) সঙ্গে কী করল? কোনো যত্ন নেয় না কেউ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেউ কি একটু জাস্টিন বিবারকে দেখবে? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।’
একটি ভিডিওতে হেইলি বিবার এবং সম্ভবত জাস্টিনের সৎভাই জ্যাকসনকেও দেখা যায়। ওই ভিডিওতে দাবি করা হয়, হেইলি তার সৎভাইকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। জাস্টিন পাশে বসেই মাদক গ্রহণ করছিলেন। ভিডিওর এক ক্যাপশনে লেখা হয়, ‘ওর জন্য কেমন যেন খারাপ লাগছে... ভাইয়ের এমন অবস্থার পাশে দাঁড়িয়ে ওকে ছোট ভাইকে সরিয়ে নিতে হচ্ছে।’
Advertisement
অন্যদিকে জাস্টিন ও হেইলির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। একটি সূত্র রাডারকে জানিয়েছে, তারা তাদের সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন। তারা নানা রকম থেরাপিও নিচ্ছেন যেন সম্পর্কটিকে ভেঙে পড়ার আগেই সামলে নেওয়া যায়।
ভক্তরা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রার্থনা করছেন- জাস্টিন যেন সুস্থ ও মানসিকভাবে ভালো থাকেন।
এলআইএ/জেআইএম
Advertisement