দেশজুড়ে

ভোর হতেই জেগে ওঠে ধান কাটা শ্রমিকের হাট

ভোর হতেই জেগে ওঠে ধান কাটা শ্রমিকের হাট

হাতে কাস্তে, মাথায় মাথাল, পরনে লুঙ্গি ও কাঁধে গামছা। ১৮ থেকে ৫০ বছর বয়সী এমন অসংখ্য মানুষ ছোট ছোট দলবেঁধে বসে আছেন। পেশায় তারা কৃষি শ্রমিক। তাদের এ অপেক্ষা কৃষকের জন্য। কৃষক এলে দরদাম ঠিক হবে, তারপর ধান কাটতে যাবেন তারা।

Advertisement

প্রতিবছর ধান কাটা মৌসুম এলে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় এ দৃশ্য দেখা যায়। এটি শ্রমিকের হাট হিসেবে পরিচিত। ভোর বেলায় শ্রমিক ও কৃষকেরা আসেন হাটে। সকাল ৮টা পর্যন্ত লোক সসমাগম থাকে হাটে।

জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধানকাটার উদ্দেশ্যে অভয়নগরে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি ঠিক হলে কাজ শুরু করেন তারা। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১২ হাজার ৭৩৮ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৪৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে অসংখ্য ধান কাটা শ্রমিক বসে আছেন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর।

আব্দুর রহিম নামে এক শ্রমিক জানান, একদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৬ জন সদস্য। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি।

রাজশাহী থেকে আসা ধান কাটা শ্রমিক কাজী আরাফাত হোসেন বলেন, গত তিন দিন ধরে ধোপাদী গ্রামের দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছি। দলে ৬ জন সদস্য। নতুন কাজের আশায় হাটে এসেছি। নতুন একজনের সঙ্গে দরদাম চলছে। এক হাজার টাকা মজুরি চেয়েছি, মালিকপক্ষ বলেছে সাড়ে ৮০০ টাকা। দরদাম ঠিক হলে ধান কাটতে চলে যাব।

নওয়াপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছি। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ৮০০ টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি এক হাজার টাকা। কাজ করবেন সকাল ৬ থেকে দুপুর ১টা পর্যন্ত।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, অভয়নগরে বোরোধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১২ দিনের মধ্যে বাকি ধানকাটা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, অভয়নগরের নূরবাগে ধানকাটা শ্রমিকের হাট রয়েছে। অনেক উপজেলায় এমন হাট চোখে পড়েনি। সঠিক মজুরি মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিকরা এই হাটে আসেন।

মিলন রহমান/এমএন/এমএস