চাকরি না পাওয়া আমাদের সমাজে একটি বড় সমস্যা হিসেবে দেখা দেয়। কিন্তু এটি কি সত্যিই এমন একটি পরিস্থিতি, যার কারণে জীবন থমকে যাবে? একেবারেই নয়। চাকরি না পাওয়ার হতাশা সাময়িক হতে পারে, কিন্তু এটি আমাদের জীবনের চূড়ান্ত নিয়তি নয়। জীবনে সফলতার অনেক পথ রয়েছে, আর চাকরি তার মধ্যে শুধু একটি পথ মাত্র। জীবনের বিস্তৃত সম্ভাবনার দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে দেখতে পাবো— একটি চাকরি না পেলেও অসংখ্য সম্ভাবনার দরজা খোলা আছে।
Advertisement
প্রথমেই বুঝতে হবে, চাকরি না পাওয়া কোনো ব্যর্থতা নয়, বরং এটি জীবনকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ। যখন চাকরির জন্য আবেদন করি, তখন অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা প্রত্যাখ্যাত হই। এর অর্থ এই নয় যে আমাদের সামর্থ্য কম, বরং এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তাই চাকরি না পাওয়ার ঘটনায় নিজের আত্মবিশ্বাসকে নষ্ট না করে বরং নতুনভাবে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখতে হবে।
অনেক সময় দেখা যায়, চাকরি না পাওয়া ব্যক্তিরা নিজের উদ্যোগে কাজ শুরু করেন। বিশ্বজুড়ে এমন অসংখ্য সফল উদ্যোক্তা রয়েছেন, যারা চাকরি না পাওয়ার হতাশা থেকে নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। ব্যবসায় উদ্যোগ বা নিজস্ব সৃজনশীল কোনো কাজ শুরু করার মাধ্যমে তারা জীবনকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে গেছেন। এ ধরনের ব্যক্তিরা প্রমাণ করেছেন যে, চাকরি না পাওয়াটা কোনো বাধা নয় বরং এটি জীবনের নতুন শুরুর একটি সূত্রপাত।
একইসঙ্গে, চাকরি না পাওয়া মানে নিজের দক্ষতা বাড়ানোর এবং নতুন কিছু শেখার একটি দারুণ সুযোগ। যখন আমরা চাকরির পেছনে না ছুটে নিজের দক্ষতা বাড়াতে মনোযোগী হই, তখন নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। বর্তমান বিশ্বে চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং এর জন্য প্রয়োজন বিশেষায়িত দক্ষতা। চাকরি না পাওয়ার অবসরে এই দক্ষতাগুলো অর্জনের সুযোগ পাওয়া যায়। ফলে নিজের মূল্যায়ন বেড়ে যায়, যা ভবিষ্যতে কর্মজীবনে সাহায্য করে।
Advertisement
এছাড়া, চাকরি না পাওয়ার সময়টা নিজের আগ্রহের ক্ষেত্রগুলো আবিষ্কারের একটি উৎকৃষ্ট সুযোগ হতে পারে। আমরা অনেকেই চাকরির চাপে নিজেদের আগ্রহ, শখ কিংবা স্বপ্নের দিকে মনোযোগ দিতে পারি না। কিন্তু চাকরি না পাওয়ার এই সময়টা হতে পারে নিজের সৃজনশীল প্রতিভা এবং আগ্রহের জায়গাগুলো পুনরুদ্ধার করার সময়। নিজের প্রতিভা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করা যায়।
সমাজের প্রত্যাশার চাপে চাকরি পাওয়ার জন্য আমরা অনেক সময় অযথা চাপ অনুভব করি। কিন্তু চাকরি না পাওয়ার ঘটনাটি আমাদের জীবনের মূল্য নির্ধারণ করে না। আমাদের যোগ্যতা, সম্ভাবনা এবং সফলতার মানদণ্ড কোনো একটি চাকরির সঙ্গে বাঁধা নয়। সফলতার সংজ্ঞা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন। চাকরি ছাড়াও জীবনের নানা ক্ষেত্রে আমরা সফল হতে পারি, জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারি।
তাই, চাকরি না পেলে হতাশ হওয়া নয়, বরং নিজের দক্ষতা বৃদ্ধি করা, নিজেকে নতুনভাবে গড়ে তোলা এবং জীবনের নানা দিক উন্মোচনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। চাকরি জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। জীবন আরও বড়, আরও সুন্দর এবং আরও সম্ভাবনাময়। চাকরি না পাওয়ার এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে হয়তো এর মধ্য দিয়েই নতুন সাফল্যের সূচনা হতে পারে।
লেখক : কলামিস্ট, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস, স্ট্রাটেজিস্ট অ্যান্ড সিইও, ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল।
Advertisement
এইচআর/এমএস