ময়মনসিংহের ধোবাউড়ায় চালের দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ১০০ কেজি (দুই টন ১০০ কেজি) চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের খবরে আগেই পালিয়েছে ব্যবসায়ী আনারুল ইসলাম।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারি এসব চাল ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়। উপরকারভোগীদের কাছ থেকে চালগুলো সংগ্রহ করেছিল ব্যবসায়ী আনারুল ইসলাম। এসব চাল তার দোকানে রেখে বিক্রি করছিল। অভিযান চালিয়ে (প্রতি বস্তায় ৩০ কেজি) ৭০ বস্তায় থাকা দুই টন ১০০ কেজি চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী আনারুল ইসলাম ছিলেন না। তিনি মোবাইল নম্বর বন্ধ করে অভিযানের কিছু আগেই পালিয়েছেন।
তিনি আরও বলেন, চালগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। ব্যবসায়ী আনারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এএইচ/জিকেএস