বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
নিজেদের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তিনদিন পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
কানাডার নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত রেকর্ড ২২ প্রার্থীর জয়কানাডায় ২০২৫ সালের জাতীয় নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য দেখা গেছে। এই নির্বাচনে মোট ২২ জন পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থী হাউস অব কমন্সে জয়লাভ করেছেন, যা দেশটির পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ছয় শতাংশেরও বেশি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীন কেন এগিয়ে‘ঝড়ের চোখ সম্পর্কে শুনেছেন?’ — এমন প্রশ্ন ছুঁড়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৯ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে। একটি ঝড়ের কেন্দ্রবিন্দু যেমন শান্ত মনে হলেও তা আসলে ‘মারাত্মক ফাঁদ’, তেমনি তারা যুক্তরাষ্ট্রের তৈরি ‘শুল্ক ঝড়’কে বিশ্ব অর্থনীতির জন্য এক বিপজ্জনক পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে।
Advertisement
কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জেরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।
যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরাপহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন, পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না। কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছেন কাছাকাছি বসবাসকারী মানুষেরা।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তানভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার।
অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে চলছে ভোট গণনা, আশাবাদী আলবানিজঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের প্রথম ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলে ভোট গণনা শুরু হয়েছে।
Advertisement
সৌদি আরবের কাছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো।
অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয়অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ ফের প্রধানমন্ত্রী পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
সৌদি আরবে জানুয়ারির পর ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকরসৌদি আরবে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমপক্ষে ১০০ জনে দাঁড়িয়েছে।
সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্ত থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনমইচ্ছাকৃতভাবে ২০০ বারের বেশি সাপের কামড় খেয়েছেন তিনি। গোখরাসহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন ৭০০ বারের বেশি।
এমএসএম/জেআইএম