অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। এসময় ভারতীয় মদ উদ্ধার করা হয়।
Advertisement
শনিবার (৩ মে) সন্ধায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার (২ মে) ভোর থেকে শনিবার বিকেল পর্যন্ত পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৪৭ জনকে আটক করে। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ জন শিশু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক নারী ও শিশুদের যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
Advertisement
শাহজাহান নবীন/এসআর/জেআইএম