জাতীয়

রাজধানীতে বাইসাইকেল চুরির দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

রাজধানীতে বাইসাইকেল চুরির দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

রাজধানীর আজিমপুরের বটতলা এলাকায় বাইসাইকেল চুরির অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম- মো. সাকিল আহমেদ (২৮)।

Advertisement

শনিবার (৩ মে) সকাল ১০টার পর আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিলকে কারাদণ্ড দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে আজিমপুরের বটতলা এলাকার শাহসাব বাড়ির সামনে থেকে কারাদণ্ডপ্রাপ্ত সাকিল একটি লাল, কালো ও সাদা রঙ মিশ্রিত বাইসাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তারা তাকে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে হস্তান্তর করে।

পুলিশ সার্জেন্ট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় আটক সাকিলকে সাক্ষীসহ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে উপস্থাপন করা হলে, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর তাকে দণ্ডবিধির ৩৭৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এএমএ