৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র (মার্কসশিট) দিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা আবেদন করলেই নম্বরপত্র দেওয়া হবে। আগামী ২৭ এপ্রিল থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ৪২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হলো।
আবেদন ফি ১০০০ টাকাবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্রের ছক পূরণ করে পিএসসির সচিব বরাবর এক হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূলকপিসহ পূরণকৃত আবেদনপত্র পিএসসির প্রধান কার্যালয়ে পলিচালক ইউনিট-১৩-এ জমা দিতে হবে।
Advertisement
এএএইচ/এমকেআর/এএসএম