ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের টানা তিনবারের নির্বাচিত শীর্ষ নেতা ছিলেন আহসান হাবীব নাসিম। এ বছর নির্বাচনে দাঁড়াননি তিনি। গত সোমবার ফল ঘোষণার পর নির্বাচনে না দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
Advertisement
অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে নাসিম লিখেছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত অভিনয়শিল্পী সংঘে পর পর দুইবার সাধারণ সম্পাদক এবং একবার সভাপতি নির্বাচিত হয়ে সকল শিল্পীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন অংশীজনের সাথে কাজ করেছি। অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, ডিওপি, লাইট গ্যাফার, মেকাপ আর্টিস্ট, প্রডাকশন বয়-ম্যনেজার, বিনোদন সাংবাদিকসহ অনেক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে একটি সুস্থ সুন্দর শুটিং পরিবেশ তৈরি, শিল্পীর নিরাপত্তা, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু সফলতা এসেছে।
আরও পড়ুন:পরাজিতদের মতামতও নেবেন আজাদ আবুল কালামরাভোট শেষ, ফল জানালেন নির্বাচন কমিশনার‘আমি বিটিভি যাইনি, গিয়েছি ঢাকা মেডিকেলে’সফল্য ও ভুলভ্রান্তি স্বীকার করে সেসব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এই অভিনেতা লিখেছেন, কিছু ক্ষেত্রে ভুল-ত্রুটি হয়েছে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। খুব সচেতন থেকেছি, যাতে পদের চেয়ার মুখ্য হয়ে না ওঠে। তাই এবার নির্বাচন থেকে বিরত থেকেছি। এই দীর্ঘ কর্মযাত্রায় সহযোগিতার জন্য সকল শিল্পী, অভিনয়সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লিখেছেন, ‘তিনটি নির্বাহী কমিটির সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ২০২৫ এর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি ভালোবাসা, যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। নতুন উদ্যোমে এগিয়ে যাক অভিনয়শিল্পীদের ভরসার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
Advertisement
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের তিন বছর মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
এমআই/আরএমডি/জেআইএম