‘হাউস অব দ্য ড্রাগন’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ডার্সি এবার যুক্ত হয়েছেন টম ক্রুজের নতুন সিনেমায়। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আলেহান্দ্রো গোনসালেস ইনারিতুর পরিচালনায় আসছে এই বড় বাজেটের নতুন ছবিটি।
Advertisement
এর নাম এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে ছবিটির শুটিং চলছে যুক্তরাজ্যের পাইনউড স্টুডিওতে।
এমা ডার্সির পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন টম ক্রুজ, জন গুডম্যান, জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, সোফি ওয়াইল্ড এবং মাইকেল স্টুহলবার্গ।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এমা ডার্সি গণমাধ্যমে বলেন, ‘আলেহান্দ্রো ও টমের মতো অসাধারণ এবং নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। তারা দুজনই নিজেদের কাজে পারদর্শী, এবং তাদের সঙ্গে কাজ করাটা এক ধরনের সৌভাগ্য।’
Advertisement
চলচ্চিত্রটির একটি প্রাথমিক সারসংক্ষেপে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী এক ব্যক্তি এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আগে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন। যদিও এই ‘ক্ষমতা’ এবং ‘বিপর্যয়’ রাজনৈতিক, বৈজ্ঞানিক, নাকি অতিপ্রাকৃত- তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, খুব শিগগিরই টম ক্রুজকে আবারও বড় পর্দায় দেখা যাবে ‘মিশন: ইমপসিবল- দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায়। শিরোনামটি তার জনপ্রিয় চরিত্র ইথান হান্টের শেষ অভিযানের ইঙ্গিত দিচ্ছে। তবে পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানিয়েছেন, সিনেমা না দেখা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না।
তিনি বলেন, ‘মিশন: ইমপসিবল সিনেমাগুলোতে যেমন চরিত্ররা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ে, তেমনি সিনেমাটিও তৈরি হয় এক ধরনের দিকবিভ্রান্তির মধ্যে দিয়ে। সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না, কিন্তু শেষমেশ ঠিকঠাক হয়ে যায়- এটাই আমরা আশা করি।’
সব মিলিয়ে, এমা ডার্সিকে নিয়ে টম ক্রুজের নতুন এই প্রকল্প নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে আলেহান্দ্রো ইনারিতুর মতো একজন দিকপাল পরিচালকের হাতে এটি নির্মিত হচ্ছে বলেই।
Advertisement
এলআইএ/জেআইএম