দেশজুড়ে

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ মে) রাতে নিজ ঘরে ঘুমাতে যান রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে পুলিশ এসে এই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্বার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

Advertisement

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এসএমএইচকে/এএমএ