ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে লাগা আগুন।
Advertisement
শনিবার (৩ মে) রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, রাত ১২টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাননি তিনি।
Advertisement
এর আগে এদিন রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি ভবনের টপ ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা রাত ৮টা ২৫ মিনিটের দিকে খবর পাই। এরপর ৮টা ৩২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেআর/এএমএ
Advertisement