থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনছে নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটক। নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু।
Advertisement
আগামী ৯ মে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরপর ১০ ও ১১ মে আরও চারটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।
নাটকটির একটি টেকনিক্যাল শো অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের স্মৃতির উদ্দেশে নাটকটি নিবেদন করা হবে।
নির্দেশক অলোক বসু জানান, জীবনানন্দ দাশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশে তাকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম। নতুন প্রজন্মের কাছে তাকে আরও পরিচিত করে তুলতেই এই নাটকের পরিকল্পনা। নাটকে আজকের তরুণ প্রজন্মের চোখ দিয়ে দেখা জীবনানন্দের সঙ্গে কবির সময় ও ভাবনার মেলবন্ধন ঘটানো হয়েছে।
Advertisement
নাটকের গল্প শুরু হয় ১৯৫৪ সালের ১৪ অক্টোবর, যখন কবি ট্রাম দুর্ঘটনার শিকার হন। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২২ অক্টোবর কবি মৃত্যুবরণ করেন। এই ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি নিজের চিন্তার জগতে ফিরে যান, মুখোমুখি হন তার জীবন, স্বপ্ন, কল্পনা, দর্শন ও বাস্তবতার। জীবনানন্দের লিটারারি নোটসের মধ্য দিয়ে আজকের কিছু তরুণ কাব্যপ্রেমী আবিষ্কার করেন কবিকে।
নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। আরও অভিনয় করছেন আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতমসহ অনেকে।
আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন করেছেন মোহসিনা আক্তার, সংগীতে রয়েছেন রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফিতে আমিনুল আশরাফ।
এলআইএ/জেআইএম
Advertisement