বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় ‘অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে’ শীর্ষক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
Advertisement
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ রিট করেছেন বলে রোববার (২০ এপ্রিল) জানিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান খান। ডিএমপির প্রধান কার্যালয় থেকে গত ৯ এপ্রিল ‘অফিস আদেশ’ জারি করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ডিএমপির ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা বেশি। এসব মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে পাওয়া আসামি গ্রেফতারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাদী/প্রতক্ষ্যদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থিরচিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে।
এফএইচ/এএমএ/জেআইএম
Advertisement