জাতীয়

ধ্বংস করা হলো মাটি খুঁড়ে পাওয়া সেই ৬ মর্টার শেল

ধ্বংস করা হলো মাটি খুঁড়ে পাওয়া সেই ৬ মর্টার শেল

ধ্বংস করা হয়েছে চট্টগ্রামে মাটি খুঁড়ে পাওয়া সেই ৬ মর্টার শেল। মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টার দিকে এসব মর্টার শেল ধ্বংস করে সেনাবাহিনী।

Advertisement

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্ব মাদারবাড়ি এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজের সময় সোমবার (৫ মে) বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসব মর্টার শেল ডিসপোজ (ধ্বংস) করেন।

এমডিআইএইচ/এএমএ/এএসএম

Advertisement