চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর ও বিবিরহাটে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় মামলা দুটি দায়ের করা হয়।
Advertisement
মামলা দুটিতে এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ।
জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগ তুলে একদল লোক গাছে বেঁধে মারধর করে। পরে সকাল ১০টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন ভোরে কারাগারে তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জাগো নিউজক বলেন, মাওলানা রইসের সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে অবরোধ করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেন অভিযুক্তরা। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালান তারা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। তাদের মধ্যে ১২ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
অন্যদিকে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, বিবিরহাটসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের ঘটনায় চান্দগাঁও থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার সকালে মুরাদপুর এলাকায় ঘটনার সূত্রপাত হয়। বেলা ১১টায় মুরাদপুর এলাকায় সড়কের অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করে পুলিশ। পরে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার না করায় পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। পরে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে একজোট হয়ে অবরোধকারীদের ধাওয়া দেন। দুপুর ২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
এর আগে গাজীপুরে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে সোমবার সারাদেশে অবরোধের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আত নামে সুন্নী আকিদাভিত্তিক একটি সংগঠন। তারই অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে মুরাদপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এমডিআইএইচ/এএমএ/এএসএম
Advertisement