চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে ম্যাগাজিন ও গুলিসহ একটি পিস্তল চুরি হয়েছে।
Advertisement
এ ঘটনায় সোমবার (৫ মে) রাকিব উদ্দিন ভূঁইয়া আহমেদ নামের ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
এসআই রাকিব উদ্দিন জানান, সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে তিনি থানায় আসেন। বিকেল ৪টা নাগাদ বাসায় গিয়ে দেখেন দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ করা। পরে দেখেন ব্রিফকেসে থাকা গুলিসহ সরকারি পিস্তল ও নগদ টাকা নিয়ে গেছে চোর।
Advertisement
ওসি শাহ আলম জানান, ফরিদগঞ্জ থানা থেকে মাত্র ১০০ গজ উত্তরে একটি চারতলা ভবনের চতুর্থতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন এসআই রাকিব আহমেদ। ওই ভবনের প্রায় ফ্ল্যাটে থানার পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। আরও ১০০ গজ উত্তরে ফরিদগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আশপাশে। সোমবার দুপুরের আগে বা পরে চোরের দল এসআই রকিবের বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬ রাউন্ড গুলিসহ একটি সরকারি পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই রকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে চাঁদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ বাদী মামলা করেছে। তবে মঙ্গলবার (৬মে) সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম
Advertisement