সম্ভবত ক্রীড়াঙ্গনে এটাই ছিল বাংলাদেশের নারী দলের জন্য সবচেয়ে কঠিন পথচলা। দীর্ঘ প্রস্তুতি, সীমিত সুযোগ আর কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে চলা এক দল সাহসিনী। অবশেষে সেই লড়াইয়ে এল কাঙ্ক্ষিত সাফল্য। নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে গেল নারী ক্রিকেট বিশ্বকাপের মূলপর্বে।
Advertisement
এ বিজয় শুধু একটি দলের নয়-এ দেশের, সমাজের, প্রতিটি স্বপ্ন দেখা মেয়ের। খেলাধুলার সীমারেখা পেরিয়ে তা হয়ে উঠেছে জাতীয় গর্বের মুহূর্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের নারী দলের এই জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল। নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।
নেতৃদ্বয়ের মতে, নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।
Advertisement
সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় শুধু মাঠেই নয়, সমাজে ও মানসিকতায় পরিবর্তনের বার্তা দেয়।
কেএইচ/এমআইএইচএস