জাতীয়

রাশিয়ায় প্রথম ধাপের চিকিৎসা নিয়ে ফিরলেন গণঅভ্যুত্থানে আহত খোকন

রাশিয়ায় প্রথম ধাপের চিকিৎসা নিয়ে ফিরলেন গণঅভ্যুত্থানে আহত খোকন

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আহত খোকন চন্দ্র বর্মন বুধবার (৭ মে) দেশে ফিরেছেন। কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৪০ ফ্লাইটে ঢাকার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

Advertisement

তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামীমা সুলতানা।

মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্র বর্মনকে। ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

খোকনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির লক্ষ্যে প্রথমে তার মুখের থ্রিডি মডেল তৈরি করা হয় এবং পরে তার নিচের চোয়ালে (ম্যান্ডিবল) টাইটেনিয়ামের পাত বসানোর পর অস্টিওসিন্থেসিস করা হয়। অপারেশনের সময় তার মুখ থেকে তিন থেকে চারটি বুলেটের (ছররা বুলেটের) অংশ বের করা হয়।

Advertisement

আরও পড়ুন

র‌্যাব অফিসে এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে চিরকুটমাওলানা রইসের মৃত্যুর বিচার দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান খসরু অপারেশনের পর খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন।

দ্বিতীয় ধাপের অস্ত্রোপচারে তার ওপরের চোয়ালের (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন খোকনের চিকিৎসক।

পুরো অস্ত্রোপচারে দ্বিতীয় ধাপটি সবচেয়ে জটিল। এর ওপরই খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। এই জটিল অস্ত্রোপচারটি রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ও দুই প্রফেসর করবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। তিনি শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

Advertisement

ডা. মাহমুদুল হাসান রাশিয়ায় খোকন চন্দ্র বর্মনের অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়াটি নিয়ে কাজ করছেন। তিনি নিজেও পেশায় একজন সার্জন।

অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ জুলাই মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে তার বাম চোখের এনুক্লেশন (চোখের বল সম্পূর্ণ অপসারণ) করা হবে।

তৃতীয় ধাপে খোকনের নাক পুনর্গঠন করা হবে। এটি সম্পন্ন হবে বুকের পাঁজরের হাড় ব্যবহার করে। সর্বশেষ এই ধাপটি সম্পন্ন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে।

বর্তমানে ভালো আছেন খোকন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসইউজে/এএমএ/জেআইএম