দেশজুড়ে

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় অনিয়ম পেয়েছে দুদক

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় অনিয়ম পেয়েছে দুদক

মেহেরপুরে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় অনিয়মের তথ্য মিলেছে।

Advertisement

বুধবার (৭ মে) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম প্রথমে ছদ্মবেশে এবং পরে দাপ্তরিকভাবে অভিযান চালায়।

অভিযান শেষে সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতাপত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। তবে অন্যান্য অভিযোগের প্রমাণ মেলেনি।

তিনি জানান, অভিযোগ ছিল যে, দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়। এই অভিযোগে আমরা ছদ্মবেশে মেহেরপুর বিআরটিএ অফিস পর্যালোচনা করি। তবে আজ দালালের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়।

Advertisement

কুষ্টিয়া দুদকের এই কর্মকর্তা আরও বলেন, আমরা সেবাগ্রহীতাদের জিজ্ঞাসা করেছি। কিন্তু তারা এমন কোনো হয়রানির কথা জানাননি। এছাড়া সেবা গ্রহণে হয়রানি বা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগেরও সুস্পষ্ট প্রমাণ পাইনি।

তিনি বলেন, তবে পরীক্ষায় পাস-ফেল নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে আমরা বিগত কয়েক মাসের খাতা ও রেজাল্ট শিট পর্যালোচনা করেছি। এতে কিছু অনিয়ম পেয়েছি। সেটিও যাতে ভবিষ্যতে না হয় সেজন্য সতর্ক করেছি।

এসময় দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান ও বিআরটিএর পরিদর্শক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম

Advertisement