জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ নিয়োগের আদেশ বাতিল করা হলেও তা আজ শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Advertisement

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদের খণ্ডকালীন নিয়োগের আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন।

Advertisement

আরএমএম/এসএনআর/এমএস