দেশজুড়ে

মহাসড়কে পাওয়া গেলো পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত

মহাসড়কে পাওয়া গেলো পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত

নাটোর শহরের অদূরে দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি খণ্ডিত হাত পাওয়া গেছে। বুধবার (৭ মে) রাত ৮টার দিকে দত্তপাড়া সেতুর কাছে একটি সবুজ রঙের পলিথিনে মোড়ানো এই হাত দেখতে পান পথচারীরা।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে দত্তপাড়া সেতুর কাছে পথচারীরা পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাতের কিছু অংশ দেখতে পান। হাতের নিচের কাটা অংশ পলিথিনে মোড়ানো থাকলেও আঙুলসহ কবজি পলিথিনের বাইরে ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে লোকজন ভিড় করে। পরে স্থানীয় লোকজন পুলিশে জানায়।

প্রত্যক্ষদর্শী ফরহাদুজ্জামান জানান, হাতের পাশেই দুটি পলিথিন পড়ে ছিল। তবে কনুইয়ের নিচে থেকে হাতটি কাটা ছিল। হাতের পাঁচটি আঙুলের সঙ্গে আরও একটি ছোট আঙুল দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ী রমজান আলী বলেন, কেউ হয়ত চলন্ত গাড়ি থেকে নারদ নদের মধ্যে কাটা হাতটি ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কোনো কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে নারদ নদে না পড়ে সেতুর পাশেই পড়ে যায়। পরে বাতাসে পলিথিন খুলে গিয়ে হাতের কিছু অংশ বেরিয়ে পড়ে।

Advertisement

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধারসহ খোঁজ খবর নিতে শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম